ফ্রিজের কম্প্রেসারের দাম কত- কম্প্রেসার কত প্রকার ও কি কি




কম্প্রেসার কত প্রকার ও কি কি

ফ্রিজের কম্প্রেসার হচ্ছে ফ্রিজের কুলিং ফ্যান। কুলিং মেশিন এর সাহায্যে ফ্রিজের কুলিং সিস্টেম কাজ করে। কম্প্রেসার এবং ফ্রিজের ভিতরে গ্যাস থাকে চাপে সংকুচিত করে ঠান্ডা বাতাস উৎপাদন করে যার কারনে ফ্রিজ ঠান্ডা হয়। 

এমন কোন মানুষ পাওয়া যাবে না যে জানেনা কম্প্রেসার কি কারণ ফ্রিজ এসি ব্যবহারকারি উভয় ক্ষেত্রে কম্প্রেসার এর প্রয়োজন কম্প্রেসার  কারণে ফ্রিজ এসি ঠান্ডা হয়।

 কম্প্রেসার কত প্রকার

কম্প্রেসার মূলত  ৫ প্রকার তা হচ্ছে 

১.রেসিপ্রকেটিং কম্প্রেসর

রেসিপ্রোকেটিং কম্প্রেশন পিস্টন সিলিন্ডার মেকানিজম ব্যবহার করে গ্যাস কম্প্রেসার করে এ ধরনের কম্প্রেসার একটি মোটর ঙ্কশ্যাফটকে ঘুরায়। রেসিপ্রকেটিং কম্প্রেসর ৩ ধরনের হয়।

আরো অন্য অন্য কম্পসারের নাম-

২রোটারি ভেন কম্প্রেসর,

৩ স্ক্রল কম্প্রেসর,

৪.স্ক্রু কম্প্রেসর,

৫.সেন্ট্রিফিউগাল কম্প্রেসর।  আরো অন্য রয়েছে।

 কম্প্রেসার কি

কম্প্রেসার হচ্ছে সংকোচনকারী যন্ত্র এই সংকোচনকারী যন্ত্রকে বলা হয় কম্প্রেসার।কম্প্রেসার শব্দটি এসেছে কম্প্রেস(compress) ।compress শব্দ থেকে যার অর্থ সংকোচন । এবং কম্প্রেসার /compressor শব্দের অর্থ সংকোচন কালী যন্ত্র ।

কম্প্রেসার কাকে বলে

এসি এবং ফ্রিজ রেফ্রিজারেশন সিস্টেমচালিত করতে যে যন্ত্র ইভাপোরেটর করতে নিম্ন বাষ্পের চাপের হিমায়ক সংগ্রহ করে উচ্চচাপে পরিণত করে এবং কনডেনসারের প্রেরণ করে তাকে  বলে কম্প্রেসার।যে যন্ত্রের সাহায্যে   বায়ু সংকোচন করা হয় তাকেই বলা হয় কম্প্রেসার ক।

কম্প্রেসার কিভাবে কাজ করে

কম্প্রেসারের কাজ হচ্ছে এসি এবং ফ্রিজে থাকা (R22 and R410A) গ্যাসকে সংকোচন করা কম্প্রেসার  ভিতর  মোটরে থাকা  রোটারের মাধ্যমে বাতা সংকোচন করা হয়। সংকোচন করার ফলে ইভাপোরেটর হতে নিম্নচাপের বাষ্পীয় হিমায়ক সংগ্রহ করে উচ্চ পাচে পরিণত করে কনডেনসারের পৌঁছে দিয়ে ফ্রিজ ও এসি ঠান্ডা  কার হলো কম্প্রেসরের কাজ।

কম্প্রেসরের আকৃতি বা গঠন

কম্প্রেসারে ভিতরে রয়েছে একটি মোটর এবং এর  সাথে থাকে  ভাল্ব এবং ফ্যানের পাখার মতো পাখা , ও কয়েল রাউটার (কয়েল থাকে তামার)  ইত্যাদি  আরো কিছু ছোট যন্ত্রের সমন্ময় থাকে। কম্প্রেসার এর ভিতরের যে কোয়েল থাকে  তা সাধারণের মতো দেখায়।

ফ্যানের মটর এর মতো যার ভেতরে থাকা অবস্থা বাতাস তৈরি করে মোটা হতে চিকন পাইপিন স্থানান্তর করার ফলে বাতাসের সংকোচন তৈরি হয়।এই সংকোচন এর মাধ্যমে ঠান্ডা বাতাস তৈরি হয় কিন্তু কম্প্রেসার এর ভিতরে যতক্ষণ না থাকবে তখন পর্যন্ত ঠান্ডা বাতাস উৎপন্ন হবে না।

নষ্ট কম্প্রেসার এর ব্যবহার

এসি এবং ফ্রিজে নিজের কম্প্রেশন নষ্ট হলে আমরা সেটা কি করি ? হয় ভাঙ্গারি কাছে বিক্রি করে দেই আর না হয় ফেলে অথবা সার্ভিস বা মেরামত করতে দেই।কিন্তু আপনি কি জানেন কম্প্রেসার নিজে থেকে নষ্ট হয় না এটি আমাদের ভুলের কারণে নষ্ট হয়   ইলেকট্রিক্যাল সমস্যা বা ময়লা এবং গ্যাস প্রবলেম গ্যাস লিকেজ ইত্যাদির কারণে কম্প্রেসার সমস্যা হয়ে থাকে ।

এই নষ্ট কম্প্রেসার আমরা চাইলে ব্যবহার করতে পারি সাইকেল,, রিক্সা ভ্যান, মোটর সাইকেলের চাকা  হাওয়া বা পাষ্প দেয়ার জন্য ব্যবহার করতে পারি।অবশ্যই মনে রাখবেন কম্প্রেসার ঠিক করে বিভিন্ন ধরনের কাজে লাগানো যায় কম্প্রেসার কখনো   একেবারে অচল হয় না।

কম্প্রেসারের কাজ কি

কম্প্রেসারের কাজ হচ্ছে  এসি  এবং ফ্রিজের কুলিং সিস্টেম চালু রাখা মানে ঠান্ডা প্রধান করা।যার মাধ্যমে এবং ফ্রিজ ঠান্ডা করে ফ্রিজের ভিতরে গ্যাস কে সংকোচন করে ঠান্ডা বাতাস উৎপন্ন করা প্রধানত কাজ হল কম্পেসারের এবং ফ্রিজ এর ভিতরের বাতাস তৈরি করা এবং সরবরাহ করা ।

ফ্রিজের কম্প্রেসারের দাম কত

 ফ্রিজের কম্প্রেসারের দাম  হচ্ছে -3000,,3500, 4200 টাকা মধ্যে

LG compresseor

LG compressor এই কম্পেরর টি ও মধ্যেম পর্যাএর এটি ইন্ডিয়ান কম্পানি। যার মূল্য হচ্ছে 3500 টাকার এটি ও ভালো মানের কম্পেরসার । যা আপনার ব্যাবহার করতে পারেন । এসব কম্পেসার বাংলাদেশ ও অন্য অন্য দেশে পাওয়া যায়।

Tecumseh compressor  

 অনেক ভালো মানের কম্পেসার  Tecumseh compressor  এর দাম হচ্চে 4200 টাকা। এটি  তৈরি হয়ে থাকে চায়না এর দাম করা হয়েছে 4200 টাকা। তবে এটি ইউ এস এর জিনিস। Tecumseh compressor অনেক   ভালো মানের একটি কম্পেসার যার   ভালোমানের কম্পেসার ব্যাবহার করতে চান তারদের জন্য এই কম্পেসার  অনেক ভালো হবে।

Tecumseh compressor  এই কম্পনির কয়েকটা কুয়ালেটির কম্পেসার রয়েছে। 

কম দামে কম্পেসার - QD compressor 

QD compressor কম্পেসার দাম হচ্ছে হচ্ছে   3000 হাজার টাকা । এই কম্পেসারের দাম কম। কিন্তু এই কম্পেসারের দাম অনেক  কম হলেও এটি কিন্তু  অনেক দিনে ভালো  থাকবে আশা করা যায় । অনে মেকানিক এবং টেকনেসিয়ান বলে থাকে এটি দাম কম হলেও ভালো টিকে  এবং এটি  মোটাটি ভালো মানের কম্পেসার। 

QD compressor কম্পেসার দুই ধরনের হয়ে থাকে এর মূল্য হচ্ছে -3000 টাকা।QD compresseorএটি চায়না থেকে আসা কম্পেসার । 


Related Posts