ম্যাটসন ডিলার পলিসি
ম্যাটসন ডিস্টিবিউশন লিমিটেড এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আস্থা ও বিশ্বাসের অপর নাম ম্যাটসন। আমাদের নিজস্ব কোনো শো-রুম নেই। ডিলারশীপ এর মাধ্যমে আমরা ব্যবসা পরিচালনা করছি। ডিলারগণই আমাদের আজীবন ব্যবসায়িক পার্টনার। আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো।
সাধারণ ডিলার
আমাদের শুধু সাধারণ ডিলারশীপ সিস্টেম আছে। সাদারণ ডিলার নিতে হলে ১০লাখ টাকার ইনভেস্ট ক্ষমতা থাকতে হয়। শুরুতেই কমপক্ষে ৫লাখ টাকার পণ্য নিতে হয়। এগ্রিমেন্ট পেপারে বিস্তারিত দেওয়া আছে। সে মোতাবেক ব্যবসা পরিচালিত হবে। সাধারণ ডিলারের আওতায় থাকবে সাব-ডিলার।
উল্লেখ্য যে, আমাদের এগ্রিমেন্ট পেপার বা চুক্তিপত্রে সকল বিষয় উল্লেখ আছে। সে অনুয়াযী সবকিছু পরিচালিত হয়। আপনার ইনভেস্ট ক্ষমতা যতো বেশী আপনার সুবিধা ততো বেশী। আপনার নাম্বার ও ঠিকানা দিন।
ভিজিট করুনঃ
যারা কাজে দক্ষ তারা জব এর জন্য এই মেইলে সিভি পাঠাবেনঃ
matsonbd22@gmail.com
আরও অধিক জানার জন্য কল করুন আমাদের জিএম স্যারকে-
01728 438990 , 01759-769897
ধন্যবাদ। সাথেই থাকুন।