Message Form MD
আমাদের এই জন্মভূমি একটি উন্নায়নশীল দেশ। এদেশে ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স ব্যবসার বিশাল বাজার বিদ্যমান। শুধু দরকার গুণগত মান ঠিক রেখে সঠিক সময়ে পণ্য ডেলিভারি এবং গ্রাহকের যথাযথ সার্ভিস দেওয়া।
এই ভাবনায় সারাদেশে ভালো সার্ভিস ও গুণগত পন্য গ্রাহক ও ডিলারের নিকটে পৌঁছে দিতে "ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড" ২০২২ সালে যাত্রা শুরু করে।
আমরা বড় কোনো কোম্পানির সাথে টেক্কা দিয়ে ব্যবসা করার জন্য আসিনি। আমরা এসেছি ধীরে ধীরে মানুষের মনের গভীরে প্রবেশ করে যুগ যুগ ধরে ব্যবসা পরিচালনা করতে। সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই, তাই সিদ্ধান্ত ম্যাটসন।
আমরা শতভাগের কাছাকাছি থেকে সততা, নৈতিকতা, আমানতদারীতা, বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। আশা রাখতে পারেন, আপনার আস্থার ঠিকানা হবে "ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড"। আমরা নামে এক, কথায় এক, কাজেও এক হব ইনশাআল্লাহ।
ধনবাদান্তে,
Managing Director
Matson Distribution Ltd.