ডিলার এগ্রিমেন্ট পেপার




ডিলার নিয়োগের চুক্তিপত্র

 

 

ব্যবস্থাপনা পরিচালক, ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড, ২১/, রোড-, ব্লক-, ৩য় তলা, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২

১ম পক্ষ

 

প্রতিষ্ঠানের নাম: ................................................................. ব্যবসা প্রতিষ্ঠানের ধরণ.........................................

প্রতিষ্ঠান মালিকের নাম: .................................................................................................................................

ঠিকানা: .......................................................................................................................................................

জাতীয় পরিচয়পত্র নং: ............................................................ মোবাইল নং: ..................................................

২য় পক্ষ

 

 

ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড ধীরেধীরে প্রতিটি জেলায় এক্সক্লুসিভ ডিলার, সাধারণ ডিলার নিয়োগ প্রদান করবে এই কার্যক্রম পরিচালনার জন্য আপনি ডিলার হিসেবে নিয়োগের জন্য চুক্তিপত্রের নিম্মের শর্ত পূরণ সাপেক্ষ্যে ১ম পক্ষের সাথে ঐক্যমত হয়েছেন

 

শর্তাবলী

 

1.       ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড দেশব্যাপী ডিলার নিয়োগ প্রদান করবে ডিলার নিয়োগের ক্ষেত্রে ফরম- মোতাবেক কাগজপত্র ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি বরাবর আবেদন পত্রের সাথে জমা দিতে হবে

2.      ডিলার মালিক নিজের দোকান বা শো-রুমের পজিশন, সিকিউরিটি, ডেকোরেশন, উদ্বোধনী প্রোগ্রাম, প্রচারণাসহ নানাবিধ খরচ ও শো-রুমে ভরপুর পণ্য সরবরাহ, সাব-ডিলারদের পণ্য ডেলিভারি এবং গোডাউন ভাড়াসহ সকল খরচ নিজে বহন করবেন প্রতিটি ডিলারের ক্ষেত্রে কমপক্ষে ১০,০০,০০০/-(দশ লাখ) টাকার পণ্য সরবরাহ করতে হবে এই বাজেট স্থান-কালভেদে পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে ডিলার নিতে হলে শুরুতেই কমপক্ষে ৫,০০,০০০/-(পাঁচ লাখ) টাকা জমা দিয়ে প্রোডাক্ট নিতে হবে সাধারণ ডিলারগণ এরিয়া অনুসারে যেকোনো স্থানে সাব-ডিলার নিয়োগ করতে পারবেন এবং উক্ত সাব-ডিলারকে তিনি পণ্য ডেলিভারি দেবেন

3.     ডিলারের সকল লেনদেন নগদ ক্যাশ/চেক এর মাধ্যমে কোম্পানির একাউন্টে করতে হবে এর বাইরে কোনো লেনদেন করা যাবে না, যদি কেউ লেনদেন করে তাহলে তা ব্যক্তিগত লেনদেন হিসেবে গণ্য হবে। কোম্পানীর একাউন্টস নাম্বার:

. Matson Distribution Ltd, A/C No-20506470100008214, Islami Bank Bangladesh PLC, Aftabnagor Branch, Badda, Dhaka-1212.

. Matson Distribution Ltd. Dutch-Bangla Bank Ltd. Aftabnagor Branch, Dhaka, A/C 3031100005632

4.       ডিলার পয়েন্টে অথবা গোডাউনে কোনো প্রকার দূর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় জনিত কারণে মালামালের খয়ক্ষতি হলে বা সমস্যা হলে ২য় পক্ষ তা নিজেই সমাধান করবেন এক্ষেত্রে ১ম পক্ষ ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেডকে দোষারোপ বা কোনো ক্ষতিপূরণ দাবী করতে পারবেন না

5.      ডিলার টাকা অনলাইন করার ৭২ঘন্টার মধ্যে পণ্য পরিবহনে লোড করা হবে তবে পণ্য পর্যাপ্ত মজুদ, নির্ধারিত চাহিদার ডিজাইন, কালার পরিমানের উপর নির্ভর করে সময় পরিবর্তন বা পরিবর্ধন হতে পারে এক্ষেত্রে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে প্রাকৃতিক দূর্যোগ, হরতাল-অবরোধ কিংবা যেকোনো ধরনের সমস্যার কারণে বাধাগ্রস্থ হলেও সময় পরিবর্তন হতে পারে ব্যাপারে উভয় পক্ষের কারও আপত্তি থাকতে পারবে না


6.      ডিলারগণ ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড এর পণ্য বিক্রির ক্ষেত্রে সংযুক্ত ফরম- মোতাবেক কমিশন প্রাপ্ত হবেন কমিশন হিসাব চূড়ান্ত করা হবে এগ্রিমেন্ট অনুযায়ী ১০,০০,০০০/-(দশ লাখ) টাকা জমা দিয়ে প্রোডাক্ট নেওয়ার পরে। আলোচনা সাপেক্ষে উভয় পক্ষের ব্যবসায়িক কর্মকান্ড পরিসর বাড়ানোর স্বার্থে ডিলারদের শর্তসাপেক্ষে অতিরিক্ত পণ্য বাকিতে কোম্পানি দিতে পারবে আমরা চাই যে, আপনার জমাকুত টাকার অনুকূলে ডিপি রেটে পণ্য নিয়ে আগে বিজনেস শুরু করুন

7.      গ্রাহকদের পণ্য ব্যবহার, ডিলারদের ব্যবসার পরিসর বাড়ানো এবং কোম্পানির স্থায়িত্ব বাড়ানোর জন্য পণ্যের ফরম- মোতাবেক ওয়ারেন্টি গ্যারান্টি ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি প্রদান করবে 

8.      কোম্পানির সাথে ব্যবসা লেনদেন শুরুর পর তা ক্লোজ করতে হলে ২য় পক্ষকে কমপক্ষে ২বছর ব্যবসা চলমান রাখতেই হবে তার আগে জমাকৃত টাকা ফেরতের আবেদনও করতে পারবে না। কমপক্ষে ৩মাস আগে ব্যবসা ক্লোজের আবেদন করতে হবে ২য় পক্ষ ব্যবসা ক্লোজ করতে চাইলে তার কাছে মজুদ থাকা পণের ১৫% হিসাব কর্তন করে পণ্য ফেরত নেওয়া হবে বার্ষিক ক্লোজিং সময়মত করতে না পারলে ডিলারশীপ বার্ষিক কমিশন বাতিল করা হবে

9.      ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির পণ্য দেশের সম্পদ, দশের সম্পদ কর্মজীবিদের জন্য ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কর্মের স্থান, বেকারদের স্বপ্নের হাতছানি তাই, ভবিষ্যৎ প্রজন্মের জীবন গড়ার প্লাটফর্ম তৈরি করার স্বার্থে সবাইকে ঐক্যমত হয়ে কাজ করে যেতে হবে- এই মর্মে আমরা ঐক্যমত পোষণ করলাম আমরা উভয়েই স্বজ্ঞানে কারও দ্বারা প্ররোচিত না হয়ে, নিজে পড়ে এবং অন্যকে পড়ায়ে নিম্নের স্বাক্ষীদের সামনে স্বাক্ষর করলাম    

১ম পক্ষ

 

(মোহাম্মাদ শায়েস্তা খান)

ব্যবস্থাপনা পরিচালক

      ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড

 

 


স্বাক্ষীগণের স্বাক্ষর

. নাম............... ...............

   ঠিকানা............... ...............

২য় পক্ষ

নাম.......................................................

ঠিকানা....................................................

মোবাইল.................................................

   মোবাইল............... ...............

 

. নাম............... ...............

   ঠিকানা............... ...............

   মোবাইল............... ...............

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ফরম-

 

ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি জেলায় ডিলার নিয়োগে আমি ডিলার হিসেবে নিম্মের ফরম- মোতাবেক প্রয়োজনীয় কাগজ পত্র জমা সাপেক্ষ্যে আবেদন করছি

 

ব্যবসা প্রতিষ্ঠানের নামঃ..................................................................................................................................

 

      

1.      ট্রেড লাইসেন্সের নাম্বার স্থানের নামঃ.................................................................................................. 

(ট্রেড লাইসেন্সের ফটোকপি সংযুক্ত)

2.     বাড়ির মালিকের নামঃ ......................................................................................................................

(বাড়ি ভাড়ার দলিলের ফটোকপি)

3.    জাতীয় পরিচয় পত্রের নাম্বারঃ ...................................................মোবাইল নাম্বারঃ....................................

(জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

4.      প্রতিষ্ঠানের নামীয় স্বাক্ষরযুক্ত ব্যাংক চেক নং........................................................................

(ব্যাংক চেক সংযুক্ত)

5.     সরকারি নিয়ম নীতিমালার মোতাবেক লিখিত ষ্ট্যাম্প নং (প্রয়োজন বোধে).................................................

6.    সদ্য তোলা নিজ কপি ছবি

7.      নমিনীর কপি ছবি

8.     নমিনীর জাতীয় পরিচয় পত্র/জম্মনিবন্ধনের ফটোকপিঃ...............................................................................

9.     নমিনির অঙ্গীকারনামা:

আমি............................................................পিতা/স্বামী..............................................গ্রাম:.............................

পোষ্ট:........................................থানা:................................জেলা.....................................এই মর্মে প্রত্যায়ন করছি যে, এই চুক্তিপত্র মোতাবেক তাঁর অবর্তমানে এই ব্যবসা প্রতিষ্ঠানের সমুদয় অর্থের মালিক হবো আমি সুতরাং ম্যাটসন কোম্পানির কাছে যদি কোনো অর্থ দায়বদ্ধতা থাকে তাহলে তার সকল দায় আমি গ্রহণ করলাম

 

নমিনির স্বাক্ষর

 

আমি স্বজ্ঞানে কারও দ্বারা প্ররোচিত না হয়ে, নিজে পড়ে সকল তথ্য গোপন না করে স্বাক্ষর করলাম যদি কোনো প্রকারের তথ্য গোপন করে থাকি, তাহলে ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি আমার বিরুদ্ধে যেকোনো প্রকারের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে

 

 

স্বাক্ষর..........................................................

নামঃ..........................................................

(প্রতিষ্ঠানের সিলসহ স্বাক্ষর)

 

 

 

 

 

ফরম-

                                                                

ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির জেলা ভিত্তিক ডিলার নিয়োগে আমি ডিলার হিসেবে নিম্মের ফরম- মোতাবেক পণ্যের কমিশন নীচে বণ্টনের সাপেক্ষে আবেদন করছি

 

ব্যবসা প্রতিষ্ঠানের নামঃ..................................................................................................................................                                                                                                                                                       

 

 

ক্রমকি

 

পণ্যরে নাম

 

কমিশন

বার্ষিক কমিশন

 

ডিলার

সাব-ডিলার

 

 

০১

টেলিভিশন

২২%

১৬%

 

 

%

০২

ফ্রিজ

২০%

১৫%

 

 

%

০৩

এসি

১৬%

১৩%

 

 

%

০৪

হোম এপ্লায়েন্স

১৫%

১০%

 

 

%

০৫

এলইডি বাল্ব

২৫%

২০%

 

 

%

 

 

আমি স্বজ্ঞানে কারও দ্বারা প্ররোচিত না হয়ে, নিজে পড়ে সকল তথ্য ও কমিশনের সুযোগ সুবিধা জেনে বুঝে স্বাক্ষর করলাম। কোম্পানির নির্ধারিত কমিশনের বাইরে আমি কোনো প্রকার সুযোগ সুবিধার জন্য কোনো নেতিবাচক আচরণ করবো না। তবে কোম্পানি কর্তৃক নির্ধারিত কমিশনের বাইরে ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কোনো প্রকার বোনাস প্রদান করেন, তাহলে তা আমার প্রতিষ্ঠানের ব্যাংক এ্যাকাউন্টে জমা করে দেবেন অথবা আমি ইচ্ছে করলে ওই বোনাস সম্বনয় করে পণ্য নিতে পারবো এই ব্যাপারে কোম্পানির কোনো আপত্তি থাকবে না।

 

 

স্বাক্ষরঃ..........................................................

 

নামঃ..........................................................

       (প্রতিষ্ঠানের সিলসহ স্বাক্ষর)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ফরম-

 

ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির জেলা ভিক্তিক ডিলার নিয়োগে আপনি ডিলার হিসেবে নিম্মের ফরম-গ মোতাবেক গ্রাহক স্বাচ্ছন্দ পণ্য ব্যবহার করার জন্য পণ্যের ওয়ারেন্টি ও গ্যারান্টি প্রদান করে থাকেন। আপনি আপনার গ্রাহকদের নিম্মের চার্ট অনুযায়ী পণ্যের সার্ভেসিং ও বদল করে দেবেন

 

ব্যবসা প্রতিষ্ঠানের নামঃ..................................................................................................................................                                                                                                                                                       

ক্রমকি

 

পণ্যরে নাম ধরণ

 

সার্ভিসিং এর ধরণ

মন্তব্য

 

ওয়ারেন্টি

গ্যারান্টি

সার্ভিসিং

০১

টেলিভিশন

৯বছর

২/৪বছর

৯বছর

 

০২

ফ্রিজ

৭বছর

১২বছর(কম্প্রেসার)

৭বছর

 

০৩

এসি

৩বছর

৩বছর

৩বছর

 

০৪

প্রেসার কুকার

১২বছর

১২বছর

১২বছর

 

০৫

হোম এপ্লায়েন্স সবগুলো

২বছর

১বছর

২বছর

 

০৬

ফ্যান সিলিং

৫বছর

৫বছর

৫বছর

 

০৭

টিভি প্রটেক্টর

৩বছর

৩বছর

৩বছর

 

০৮

স্টাব্লাইজার

৩বছর

৩বছর

৩বছর

 

০৯

এলইডি বাল্ব

১.৫বছর

১.৫বছর

১.৫বছর

 

 

 

আমি স্বজ্ঞানে কারও দ্বারা প্ররোচিত না হয়ে, নিজে পড়ে সকল তথ্য গোপন না করে গ্রাহক সেবা প্রদান করবো এই শর্তে স্বাক্ষর করলাম। যদি কোনো প্রকারের তথ্য গোপন করে গ্রাহক ও কোম্পানির সাথে প্রতারণা করে থাকি, তাহলে ম্যাটসন ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি আমার বিরুদ্ধে যেকোনো প্রকারের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে

 

 

 

 

 

স্বাক্ষরঃ..........................................................

 

নামঃ..........................................................

         (প্রতিষ্ঠানের সিলসহ স্বাক্ষর)

 


Tages : Dealer, TV, Electronics, Seles

Related Posts